বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ২২:০২

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া

অবহেলিত এলাকায় শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার আলো দিয়েছেন

----------------মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান

অনলাইন ডেস্ক
অবহেলিত এলাকায় শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার আলো দিয়েছেন

চাঁদপুর সদর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় ও এমএম নুরুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবীদ মরহুম আলহাজ্ব এমএম নুরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, মিলাদ ও দোয়া এবং কোরআন খতম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতার একমাত্র পুত্র এমএম নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মনজুরুল হক শোয়েবের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, তিনি একজন সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী ছিলেন। তাই ১৯৯৭ সনে এলাকার মানুষের কথা চিন্তা করে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। এতে উপজেলার বেশ কটি গ্রামের ছাত্র-ছাত্রীরা এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করতে পারছেন এবং শিক্ষাগ্রহণ করে দেশ বিদেশে বিভিন্ন ভালো অবস্থানে রয়েছেন। অবহেলিত এলাকায় শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার ফুল ফুঁটিয়ে গেছেন। এখানে বিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার কারণে শিক্ষার্থীরা পড়ালেখা করে সমাজের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। বিগত সরকারের আমলে এত উন্নয়ন হয়নি যা জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে। দেশের প্রায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় ভবন হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা দিতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের গর্ব শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপিও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুরের উন্নয়নে দীপু আপা ব্যাপক ভূমিকা রেখে চলছেন। পরিশেষে আমরা জাতির জনক বঙ্গবন্ধুসহ বিশিষ্ট অর্থনীতিবীদ এম এম নুরুল হক সাহেবের রুহের মাগফিরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুস্বাস্থ্য কামনা করছি।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ্।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা কথাসাহিত্যিক ও লেখক জেসমিন মুন্নি, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সোবহান মাস্টার, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গাজী মোঃ মহসিন।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারীর স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী আলহাজ্ব মনজুরা হক, চাঁদপুর লেডি প্রতীমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সফরমালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে মরহুম এমএম নূরুল হকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ভোর ৪টা ১০ মিনিটে ঢাকা উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। ওই দিনই সন্ধ্যায় তাকে এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ১৯৯৭ সালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের পাশে মনজুরা ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এবং আল আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। কর্মজীবনে তিনি দেশের খ্যাতিনামা সাতটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়