প্রকাশ : ২৪ জুন ২০২১, ১২:৫৫
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের পাকা ঘাটলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন
আজ ২৪ জুন বৃহস্পতিবার চাঁদপুরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও কলেজ প্রাঙ্গনের পুকুরে পাকা ঘাটলার উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচি ও পাকা ঘাটলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
|আরো খবর
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তায় কলেজ প্রাঙ্গনে পুকুরের পাকা ঘাট নির্মাণ করা হয়। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহায়তায় প্রতি বছরই ছোটখাট উন্নয়নের কাজ করা হয়। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজে ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর কবির, মোঃ আব্দুর রশিদ, প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন, প্রণব কুমার দে, জি এম ইব্রাহিম, নাসরিন আক্তার, সাবিনা ইয়াসমিন, মোঃ রাসেল মিয়া, আছমা শারমিন মিতু, ফারজানা রুনা প্রমুখ।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ পুকুরে পাকা ঘাটলার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পাশে কলেজের অধ্যক্ষ ও কলেজের অন্যান্য প্রভাষকবৃন্দ।ছবি হাছান খান মিসু।