বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৪

আল্লাহর গুণবাচক ৯৯ নাম বলে পুরস্কার পেলেন নুরুন নাহার

স্টাফ রিপোর্টার
আল্লাহর গুণবাচক ৯৯ নাম বলে পুরস্কার পেলেন নুরুন নাহার

দৈনন্দিন নিয়মিত পাঠদানের পাশাপাশি সাধারণ জ্ঞান, চিত্রা অংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা সহ নানান প্রতিভা রয়েছে সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ইতিমধ্যে আল্লাহর গুণবাচক ৯৯ টি নাম মুখস্থ করে প্রশংসিত হয়েছেন নুরুন নাহার। বিদ্যালয় থেকে পবিত্র কোরআন শরীফ দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজ তাকে পুরস্কার তুলে দেন।

বিদ্যালয়ে নবম শ্রেণির শ্রেণি শিক্ষক মুহাম্মদ আহসান উদ্দিন উদ্যোগে মহান আল্লাহর গুণবাচক ৯৯ টি নাম মুখস্থ করার প্রতযোগিতা শিক্ষার্থীরদের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে এবং সময় বেধে দেওয়া হয়েছে ১৫ দিন । উক্ত সময়ের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী নুরুন নাহার আল্লাহর ৯৯ টি নাম মুখস্থ বলতে সক্ষম হয়েছে। ফলে তাকে ওই শ্রেণি শিক্ষকের দেয়া প্রতিশ্রুতি হিসেবে নিজ অর্থায়নে একটি পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন।

জান্নাত আক্তার ও মারিয়া আক্তার আল্লাহর ৯৯টি নাম মুখস্থ না বলতে পারলেও তারা খুব খুশি। তারা জানান, আল্লাহর ৯৯ নাম কখনো পড়েননি। শ্রেণি শিক্ষক আহসান স্যার পুরস্কার দেবেন বলে আমরা মুখস্থ করার চেষ্টা করছি। ইশরাত জাহান জানান, পুরস্কার পাই আর না সেটা বিষয় নয়। আমরা যে আল্লাহর গুনবাচক নাম মুখস্থ করতে গিয়ে ভালো সময় পার করছি। এটাতে বেশি আনন্দ পেয়েছি।

প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর শ্রেণী শিক্ষক মুহাম্মদ আহসান উদ্দিন শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করেন। ইতিমধ্যে আল্লাহর ৯৯ নাম মুখস্থ করে নুরুন নাহার বেশ প্রশংসিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়