বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১৬:৪৪

বিশ্ব কবির প্রয়াণ দিবসে নবীন কচি-কাঁচার মেলা ও ফরিদগঞ্জ থিয়েটারের শ্রদ্ধা নিবেদন

শামীম হাসান
বিশ্ব কবির প্রয়াণ দিবসে নবীন কচি-কাঁচার  মেলা ও ফরিদগঞ্জ থিয়েটারের শ্রদ্ধা নিবেদন

আলোচনা স্মৃতিচারণ এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ফরিদগঞ্জে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস । ৭ আগস্ট (রবিবার) বিকেলে ফরিদগঞ্জ ফিরোজা কলিম প্রশিক্ষণ কক্ষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা ও ফরিদগঞ্জ থিয়েটার যৌথ উদ্যোগে কবিগুরুর ৮১ তম প্রয়াণ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার খুদে শিক্ষার্থী এবং ফরিদগঞ্জে থিয়েটারের নাট্য কর্মীরা উপস্থিত ছিলেন৷

আলোচনা পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ এবং বিশেষ নাটক ‘রক্তকরবী’, আলেখ্যা নিয়ে আলোচনা করা হয়। এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সব সৃষ্টি নিয়ে আলোচনা করা অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা৷ আলোচনা পর্ব শেষে বিশ্ব কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বাংলা সনের ২৫ বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদাসুন্দরী দেবী। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াণ দিবসে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ কঁচি- কাচার মেলার সংগঠক ও ফরিদগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম হাসান, শিশু শিক্ষার্থী নাট্যকর্মী জাবের আলম ইশান, সানজিদা নবী আদ্রিতা, নাজনীন ইসলাম মুনা, সাবিহা জাহান দিহা, আজরা আমান অধরা, শাহরিয়ার নবী আবরার, ফারিহা জাহান, জাহিদুল ইসলাম ফাহিম, শামীম পাটওয়ারী সহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়