প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
বলাখালে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন
আমরা মানসম্মত শিক্ষা প্রত্যাশা করি
---------মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
আমরা মানসম্মত শিক্ষা প্রত্যাশা করছি। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্কুল-কলেজ-মাদ্রাসাগুলোতে নতুন আর আধুনিক মানসম্মত একাডেমিক ভবন করে দিচ্ছেন। মানসম্মত একাডেমিক ভবনের পাশাপাশি আমরা প্রতিষ্ঠানগুলো থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করছি। শনিবার হাজীগঞ্জের বলাখালে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ও মান সম্মত ভবন উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য প্রদান করেন চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
শনিবার সকালে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি বলেন, আমরা হাজীগঞ্জ-শাহরাস্তিতে যে উন্নয়ন করেছি, আসছে ৫০ বছরে এই এলাকায় তেমন উন্নয়নের কাজে হাত দিতে হবে না। আমি যখন প্রথম এই এলাকায় নির্বাচনী প্রচারণায় এসেছি তখন হাজীগঞ্জ-শাহরাস্তির ৯০ভাগ এলাকায় রিকশা করে মাটির রাস্তা দিয়ে যেতে হতো। এখন হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার ৯০ ভাগ মাটির রাস্তা পাকা হয়েছে। প্রায় ৮শ’ ব্রিজ-কালভার্ট করা হয়েছে। অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবনের কাজ শেষ হয়ে গেছে। বাকিগুলো আসছে অর্থ বছরে আমরা করে ফেলবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু ও সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা আক্তার। উপস্থিত ছিলেন প্রভাষক ইমাম হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক নাজমুস শাহাদাত, রনজিত চন্দ্র পাল, আছমা আক্তার, মোখলেছুর রহমান, রিনা চৌধুরীসহ সকল শিক্ষক, শিক্ষার্থীরা। বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আঁখি আক্তার।
বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন ভূঁইয়া ও মোঃ শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আফসানা আক্তার, গীতা পাঠ করেন শিক্ষার্থী ঋতু চক্রবর্তী। জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী প্রাপ্তি সাহা, উম্মে আয়মন লামিয়া, ঋতু চক্রবর্তী, বৃষ্টি পাল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কামরুল খান, রাধাকান্ত দাস রাজু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, শংকর কুমার পাল, বেগম নূরে হাছনা, শিবানী রাণী আইচ, শাহাদাত হোসেন, সাইফুদ্দিন, হাবিবুর রহমান, মারজানা পলি, জিল্লুর রহমান, আইরিন আক্তার, সুবর্ণা সাহা, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয়, প্রফুল্ল চন্দ্র সরকারসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
অপরদিকে বলাখাল নূরে মদিনা নেছারিয়া আলিম মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জুলফিকার আলী মজুমদার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হাছান।
দিনব্যাপী একাডেমিক ভবনগুলোর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ তাহের, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, অফিসার ইনচার্জ যোবাইর সৈয়দ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, একেএম মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি এসএম মানিক, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল আহসান নয়ন, সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী সুন্টি, নিশাত মজুমদার, মনির হোসেনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতা-কর্মী।