প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৪:০৬
১৫ জুলাই প্রকাশিত হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১৫ জুলাই বিকেলে প্রকাশিত হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল। বহুল প্রত্যাশিত এ ফলাফলটি নানা জটিলতায় এতদিন স্থগিত ছিলো। অবশেষে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ৫১ হাজার ৭শ' ৩১টি পদে ফল ঘোষণা করে হবে আজ বাকি পদগুলো রিটের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে।
|আরো খবর
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন শিক্ষা মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আবেদনকারী প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল চলে যাবে। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।
এর আগে গত ২৩ মে এনটিআরসিএ কর্তৃক এক থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আদেশের জন্য আজ ৩১ মে দিন ধার্য করেন হাইকোর্ট। ৩১ মে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের জটিলতা কাটিয়ে অনতিবিলম্বে নিয়োগের আদেশ দেন।
আদালতে এনটিআরসিএ-র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।