প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৮
ফরিদগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠনের নতুন কমিটি গঠন
সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক হেলাল

ফরিদগঞ্জ উপজেলায় বিক্রয় প্রতিনিধিদের নিয়ে গঠিত সংগঠন ফরিদগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় নেছার উদ্দীনের প্রস্তাব ও মোহাম্মদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. টুটুল পাটওয়ারী। অপরদিকে জি. এম. শাহআলমের প্রস্তাব ও নাজিম উদ্দীনের সমর্থনে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফুল ইসলাম হেলাল।
এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন মো. হাসেম এবং সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বিগতদিনের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরে নবনির্বাচিত কমিটির প্রতি শুভ কামনা জানান এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সহ-সভাপতি মো. টুটুল পাটওয়ারী, সহ-সভাপতি নেছার উদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. শাহআলম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বেপারী, কোষাধ্যক্ষ শামছুল হুদা মিন্টু, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক গোলাম আম্বিয়া, সদস্য ইলিয়াছ পাটওয়ারী, তুষার চন্দ্র দাস, গোলাম মাসুমসহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতিকুজ্জামান, মো. নাজির হোসাইন, সাহেদ হোসেন, অভিজিৎ পাল, নাহিদ হোসেন, মিজানুর রহমান, মাহবুব আলম, জালাল আহমেদ, অনিক, সজল খানসহ সংগঠনের সদস্যবৃন্দ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিক্রয় প্রতিনিধিদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।







