বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২১:৩৩

জাল টাকা প্রতিরোধে শনাক্তকরণ মেশিন ব্যবহার

ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সোনালী ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার।।
ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সোনালী ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

জাল টাকা শনাক্তকরণ মেশিন ব্যবহারে ব্যবসায়ীদের তাগিদ দিতে সোনালী ব্যাংক কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। কেননা এ মেশিন ব্যবহার না করলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন।

বিষয়টি নিয়ে চাঁদপুর সোনালী ব্যাংক কর্মকর্তাগণ চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুরে পুরাণবাজার চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় আলোচনা করেন সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) কোরবান আলী, সিনিয়র অফিসার (ক্যাশ) মুহম্মদ ইমাম হোসাইন, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক হাজী মো. লিয়াকত হোসেন পাটোয়ারী, হাজী নাজমুল আলম পাটোয়ারী, গোপাল চন্দ্র সাহা, চেম্বার সচিব শেখ আব্দুল মোতালেব, চেম্বার সদস্য মো. আসলাম তালুকদার প্রমুখ।

ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কোরবান আলী জানান, জাল টাকা প্রতিরোধের জন্যে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের মিটিংয়েও এ ব্যাপারে কথা হয়েছে। আমরা সোনালী ব্যাংকের পক্ষ থেকে জাল টাকা প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতন করা এবং তাদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার বিষয় নিয়ে চাঁদপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে আলোচনা করেছি। ব্যবসায়ীদের জাল টাকা শনাক্তকরণ মেশিন ব্যবহারে উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য। জাল টাকা শনাক্তকরণ মেশিন ব্যবহার না করলে ব্যবসায়ীরা আর্থিক প্রতারণার শিকার হতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়