বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০২:৪৯

শ্রীনগরে দেশি পিয়াজের দাম সেঞ্চুরি, জনগন বিপাকে

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে দেশি পিয়াজের দাম সেঞ্চুরি, জনগন বিপাকে

মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে জাহানাবাদ বাজারের খান স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ রতন খান।২৩ আগস্ট দুপুরে এ প্রতিনিধিকে জানান,দেশীয় পিয়াজের দাম প্রতি কেজি একশত টাকা,আমদানিকৃত পিয়াজ ৮০ টাকা দরে বিক্রি করছেন।হঠাৎ দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে।তিনি জানান, ভারত সরকার পিয়াজে শতকরা ৪০ টাকা ভ্যাট বাড়িয়েছে।এই সংবাদটি পৌছামাত্র আমাদের দেশের আড়তদার গন, সাথে সাথেই পিয়াজের দাম বৃদ্ধি করে দেন। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আড়ত হতে প্রায় প্রতিদিন অল্প পিয়াজ ক্রয় করে তা বিক্রি করেন।পিয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে তিনি বেশি দামে বিক্রি করছেন।

বাগড়া বাজার মোল্লাস্টোরের মালিক জানান, দেশি পিয়াজ ৮০ টাকা, আমদানিকৃত ৬৫ টাকা দরে বিক্রি করছেন ।সবচেয়ে কম দামে পিয়াজ বিক্রি হচ্ছে আল -আমিন বাজারের রফিক স্টোরের দোকানে, দোকানের মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম জানন,আড়তে পিয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বেশি দামে পিঁয়াজ কিনতে হয়েছে।তাই তিনি ও বেশি দামে পিয়াজ বিক্রি করছেন,তবে যতটুকু কম দামে বিক্রি করা যায় সে চেষ্টা করছেন। দেশি পিয়াজ কেজি ৭৫ ও আমদানিকৃত পিয়াজ ৬০ টাকায় বিক্রি করছেন ৤

সানজিদা বেগম এসেছিলেন পিয়াজ ক্রয় করতে। পিয়াজের দামএত বৃদ্ধি পেয়েছে তিনি তা জানতেন না। তার স্বামী একজন দিনমজুর তিনি এক কেজির পরিবর্তে আধা কেজি আমদানিকৃত পিয়াজ কিনে বাড়ি ফিরে গেলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়