প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৮
ফরিদগঞ্জে এমএ হান্নানকে প্রার্থী করার দাবিতে পৌর যুবদলের মিছিল সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে মিছিল সমাবেশ করেছে ফরিদগঞ্জ পৌর যুবদল।
|আরো খবর
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ডে মিছিলপূর্ব সমাবেশ পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পৌর যুবদলের সহ-সভাপতি মো. হিজবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মাসুদ মাস্টার, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ছানা উল্লাহ, রিয়াদ হোসেন, পৌর যুবদল নেতা মো. তুহিনসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইমাম হোসেন পাটওয়ারী বলেন, গত তিন দশক ধরে দানবীর এমএ হান্নান এই উপজেলার মানুষের জন্যে উন্নয়নের কাজ করে চলছেন। কিছু পাওয়ার জন্যে নয়, দেয়ার জন্যে তিনি এসব জনকল্যাণমূলক কাজ করে আসছেন। এখন সময় হয়েছে তাঁকে প্রতিদান দেয়ার। এমএ হান্নান সর্বশেষ উপজেলা বিএনপির আহ্বায়ক হওয়ার পূর্ব পর্যন্ত দলের কোনো গুরুত্বপূর্ণ পদ না থাকলেও বিএনপির নেতা-কর্মীদের জন্য তিনি অন্তঃপ্রাণ। দলের সুদিন দুর্দিন সবসময়ে তিনি দলের কর্মীদের পাশে ছিলেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী তথা বিএনপির প্রার্থী হিসেবে তাঁর বিকল্প নেই। আমরা বিএনপির চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবি করছি। আলোচনা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।