রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ জুন ২০২১, ২০:৫৫

শাহরাস্তিতে পুলিশের মাসব্যাপী অভিযানে ১৬ জন আটক : ১১টি মামলা

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে পুলিশের মাসব্যাপী অভিযানে ১৬ জন আটক : ১১টি মামলা
ছবি : সংগৃহিত

শাহরাস্তি থানা পুলিশ মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাসব্যাপি অভিযান পরিচালনা করেছে। এরই প্রেক্ষিতে শাহরাস্তি থানা পুলিশ শীর্ষ মাদক কারবারিসহ ১৬ জনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু গাঁজা ও ইয়াবা।

শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক জানা যায়, চাঁদপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কচুয়া সার্কেলের নির্দেশনায় শাহরাস্তি থানার অফিসার ইন-চার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে শাহরাস্তির শীর্ষ মাদক কারবারি পৌর এলাকার উপলতা গ্রামের কাজী খোকন ওরফে সিস্টেম খোকন, পৌর এলাকার শ্রীপুর গ্রামের শীর্ষ মাদক কারবারি নুরুজ্জামান সুমন, টামটা দক্ষিণ ইউনিয়নের দোফল্লা গ্রামের মনির হোসেন মনা, পৌর এলাকার উপলতা গ্রামের খোরশেদ আলমকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ। এরা শাহরাস্তি উপজেলার শীর্ষ মাদক কারবারি, তাদের বিরুদ্ধে হত্যাসহ নানা ধরণের একাধিক মামলা রয়েছে।

এছাড়াও পুলিশ মাদকের সাথে জড়িত থাকায় ইয়াবা ও গাঁজাসহ আরো ১২ জনকে আটক করে। মাসব্যাপি এ অভিযানে তাদের বিরুদ্ধে শাহরস্তি থানা পুলিশ ১১টি মামলা দায়ের করে। মাদকের হার শূন্যের কোঠায় নামিয়ে না আসা পযন্ত এ অভিযান অব্যাহত থাকবে। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মান্নান বলেন, বর্তমান পুলিশ সুপার মহোদয় যোগদানের পর ঘোষণা দিয়েছেন এ জেলায় মাদক থাকবে না । আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ পালন করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। শাহরাস্তি উপজেলা থেকে মাদক নির্মূল করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়