বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৭

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

নারীসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মো: জাকির হোসেন
নারীসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

বগুড়ার সদর উপজেলায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় দুই নারীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পরে জনতার সহায়তায় ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ছুরিকাঘাতে আহত চালক আনিছার রহমান (৪০), সদর উপজেলার বারোপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন:

শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০)।

তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন (১৯)।

সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)।

ঘটনার বিবরণ:

আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম জানান, শনিবার রাতে তিন ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে তার বাবার অটোরিকশা ভাড়া করেন। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা আনিছার রহমানকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। আনিছার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তিন ছিনতাইকারীকে আটক করেন।

আকাশ আরও জানান, তার বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের বক্তব্য:

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, “মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই নারী ও এক পুরুষ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আহত অটোচালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। রোববার তাদের আদালতে পাঠানো হবে।”

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়