শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০১:১৫

কুপিয়ে জখম

আব্দুল মান্নান সিদ্দিকী
কুপিয়ে  জখম
ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা পূর্বপাড়ায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে

আনোয়ারা (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে আমিনুল ও তার পরিবার।

আনোয়ারার মেয়ে জানান, পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ারাদের সাথে শত্রুতা পোষণ করে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি ধমকি প্রদান করে আসছিল আমিনুল ও তার পরিবার।

এ ধারাবাহিকতায় ১১ই অক্টোবর আনুমানিক সকাল সাড়ে ৬টায় ইদ্রিস সরকারের বাড়ির সামনে ,ইটের সলিং এর রাস্তার উপর আনোয়ারা পৌছা মাত্র আমিনুল ও তার পরিবার পথরোধ করে আনোয়ারা কে গালাগালি করতে থাকে, আনোয়ারা গালাগালি না করার অনুরোধ করলে,

আমিনুল এতে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল, ঘুসি, কাঠের লাঠি, গাছের ডাসা ধারা মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীল করে ফেলে এবং চাইনিজ কোড়াল দিয়ে হত্যার উদ্দেশ্য কোপ দিলে সেই কোপ ডান চোখের নিচে পড়ে গুরুতর জখম হয়।

তিনি আরো বলেন, আমার মা আনোয়ারার গলায় এক ভরি স্বর্নের চেইন যাহার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা যা আমিনুল ও তার লোকজন নিয়ে যায়।

আমার মার চিৎকারে আমার ভাই সুমন ও ভাবি সীমা বেগম সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা আমার ভাই ও ভাবিকে এলোপাতাড়ি কিল, ঘুসি, গাছের ডাসা দিয়ে আঘাত করে।

স্থানীয়রা জানান, আহত আনোয়ারা কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় ।

এবিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ ইয়াসিন মুন্সী কাছে জানাতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়