প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫
পশ্চিম সকদীতে আবুল খায়ের মোস্তানের মাদক ব্যবসা জমজমাট
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামের মাদক ব্যবসায়ী আবুল খায়ের মোস্তানের মাদক ব্যবসা জমজমাট।
|আরো খবর
জানা যায়, পশ্চিম সকদী গ্রামের খালেক সর্দার বাড়ি (সাহেব বাজার) রাস্তার মাথার দক্ষিণ পাশের মাদক ব্যবসায়ী আবুল খায়ের মোস্তান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। প্রতিদিন তার নিকট মোটরসাইকেল, অটোবাইক ও সিএনজি অটোরিকশা করে পেশাদার মাদক ব্যবসায়ীরা চলে আসে ইয়াবা ট্যাবলেট ক্রয় করার জন্যে। পাশাপাশি তার মাদক বিক্রি করার জন্যে কিছু লোক রয়েছে। তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়া হয়।
আবুল খায়েরের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। সে সিএনজি অটোরিকশা চালক বলে অনেকে তার মাদক বিক্রির বিষয়টি প্রথমে আঁচ করতে পারে না। যখন সে মাদক মামলায় আটক হয়ে জেল হাজতে যায়, তখন তার মাদক ব্যবসার কথা প্রকাশ হয়ে পড়ে। পূর্বে সে এলাকার প্রভাবশালী ক'জন মাদক ব্যবসায়ীর মাদক পরিবহন করে নিয়ে যেতো। সেভাবেই সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে । এখন সে একজন বড়ো মাদক ব্যবসায়ীতে পরিণত হয়ে গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু লোকজন জানান। গত ২ দিন ধরে পশ্চিম সকদী গ্রামে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
এ ব্যাপারে আবুল খায়ের মোস্তানকে মোবাইল ফোনে কল করলেও সংযোগ পাওয়া যায় নি।