শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯

বাবুরহাট আশা ব্রাঞ্চে চুরি : চোরাই মাল উদ্ধারসহ ৩ চোর আটক

স্টাফ রিপোর্টার
বাবুরহাট আশা ব্রাঞ্চে চুরি : চোরাই মাল উদ্ধারসহ ৩ চোর আটক

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ডস্থ আশা ব্রাঞ্চে চুরি, অতঃপর ৩ চোর আটক ও চোরাই মাল উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে।

গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ চুরির ঘটনায় দাসদী গ্রামের এরশাদ মালের পুত্র সজিব (২০), সিলন্দিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের পুত্র শাওন (১৯) ও দক্ষিণ দাসদী গ্রামের শুক্কুর শেখের পুত্র শামীম (২০) ৩ চোর আটক হয়ে চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে বলে জানা যায়।

এই চুরির ঘটনায় আশা অফিস থেকে ৩টি মোবাইল, ১টি ট্যাব ও নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান শাখা ব্যবস্থাপক দুলাল চন্দ্র দত্ত।

এ বিষয়ে আশা অফিসের কর্মকর্তা জানান, আজ ২ সেপ্টেম্বর ভোরে ফজরের নামাজ আদায় করতে উঠে অফিসের দরজা খোলা পাই। এসময় দরজা খোলা পেয়ে রুমে প্রবেশ করার সময় চোর আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা চিৎকার চেচামেচি করে পিছু পিছু ছুটলে তাকে ধরতে পারিনি। অতঃপর অফিসে এসে চোরের ফেলে যাওয়া মোবাইল পাওয়া যায়। পরবর্তীতে ঐ মোবাইলের বিভিন্ন নম্বরে কল করে এলাকার কয়েকজনের সহায়তার চোরকে শনাক্ত করা হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই সুমন চন্দ্র নাথ বলেন, বাবুরহাট আশা অফিসে চুরির ঘটনায় আমরা ৩ জনকে আটক করেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সজীবের বাড়ি থেকে ৩টি মোবাইল, ১টি ট্যাব ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়