শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২১, ১৯:৪৯

ফলোআপ : রেহান মিজি খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের ॥ দাফন সম্পন্ন

গোলাম মোস্তফা
ফলোআপ : রেহান মিজি খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের ॥ দাফন সম্পন্ন
নিহত রেহান মিজি

চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া বালু ব্যবসায়ী রেহান মিজির খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ২৪ জুন চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া, শরীয়তপুর জেলার নড়িয়া এলাকার বাসিন্দা বালু ব্যবসায়ী রেহান মিজিকে খুনের ঘটনায় ঐ রাতেই নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামী করে ৩০২ ধারা মোতাবেক হত্যা মামলা দায়ের করেন। যার নং-৬১। তাং ২৪/০৬/২০২১।

এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে মডেল থানা পুলিশের ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এন্ড অপারেশন এনামুল হক চৌধুরীকে।

এদিকে সকল আইনী প্রক্রিয়া সেরে গতকাল ২৫ শুক্রবার দুপুরে নিহতের লাশ পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, নিহত বালু ব্যবসায়ী রেহান মিজিকে নিজ জেলা শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায় দাফন করা হয়নি। গতকাল বাদ আছর জানাজা শেষে মরহুমকে চাঁদপুর শহরের রেলওয়ে বড়স্টেশন এলাকার কবরস্থান রোডের সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়