সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ২২:০১

শরিয়তপুরের মাদক কারবারী হাজীগঞ্জে গ্রেফতার

শরিয়তপুরের মাদক কারবারী হাজীগঞ্জে গ্রেফতার
কামরুজ্জামান টুটুল

শরিয়তপুরের মাদক কারবারী সফিক শেখ (৩২)কে হাজীগঞ্জ থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের র রেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি শফিক শেখ শরিয়তপুর জেলার ডামুড্যা থানার ধনই গ্রামের শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান ৪ কেজি গাঁজাসহ শফিক শেখকে গ্রেফতার করে।

পরে মাদক কারবারি শফিক শেখের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়