প্রকাশ : ২১ জুন ২০২২, ১৪:২৬
কচুয়ায় মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়ার উপজেলার খাজুরিয়া এলাকা থেকে অলি হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ রাজ্জাক আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিলাক্স বাসে অভিযান চালিয়ে ০৬ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী অলি হোসেন কুমিল্লা জেলার বিপাড়া উপজেলার তেতাভুমি এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
|আরো খবর
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।