বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে জলাবদ্ধতা : আমনের আবাদ নিয়ে শঙ্কা

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ২০:৫৯

মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ও সরকারি পানি নিস্কাশন খালগুলো প্রায় বন্ধ করে ফেলা হচ্ছে। অতি বৃষ্টি হলে সেচ প্রকল্পের ভিতর দেখা দেয় জলাবদ্ধতা। কয়েক দিনের টানা বৃষ্টিপাতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতরে অনেক কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দূর না হলে প্রকল্পে কৃষি জমিতে আমনের আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।

প্রতি বছরের ন্যায় এবারও চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। জলাবদ্ধতার কারণে প্রতিবছরই কৃষকরা জমিতে আবাদ করতে পারে না। ময়লা-আবর্জনায় ও জায়গা দখল হয়ে যাওয়ায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ও সরকারি খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। হানির পাড়-ছেংগারচর বাজার-কালিপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালটি ছেংগারচর বাজার এলাকা দিয়ে বন্ধ হয়ে গেছে। ফলে খালগুলো দিয়ে বৃষ্টির পানি নিস্কাশন হতে পারছে না। খালগুলো দিয়ে জমির বৃষ্টির পানি সড়তে না পারায় প্রতি বছরই কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সেচ প্রকল্পের হানির পাড়, কলাকান্দা, মিলারচর, মাথাভাঙ্গা, পাঁচআনী, একলাশপুর, জোড়খালী, শিকিরচর, ছেংগারচর, কেশাইরকান্দি, জীবগাঁও, পাঠান বাজার, ঝিনাইয়া, মরাদন, ঠাকুরচর, রুহিতার পাড়, আমুয়াকান্দা, সিপাইকান্দি, ঠেটালিয়া, গজরা, রাঢ়িকান্দি, ছোট ও বড় হলদিয়া, লুধুয়া, ঠাকুরচর, নাউরী, নিশ্চিন্তপুর, বেলতলি,ঘনিয়ারপাড়,নন্দলালপুরসহ বিভিন্ন এলাকার উচু-নিচু জমি ও বিলে জলাবদ্ধতা দৃশ্যমান। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মারাত্মক আকার ধারন করতে পারে। জলাবদ্ধতার কারণে ধান ও সবজির জমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকার কথা জানায় কৃষকরা। জলাবদ্ধতার কারণে অনাবাদী থাকবে জমি।

হানির পাড় গ্রামের কৃষক দ্বীন ইসলাম জানান, বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। ছেংগারচর দিয়ে যাওয়া খালটি বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। প্রতি বছরই এ এলাকা পানিতে ডুবে থাকে।

কলাকান্দা ইউপি সচিব শ্যামল চন্দ্র জানান, জলাবদ্ধতা নিরসনের দাবি নিয়ে কৃষকরা ইউপিতে আসেন। এ এলাকার কৃষি জমি থেকে বৃষ্টির পানি সড়তে না পারায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

কলাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা জানান, ছেংগারচর বাজার এলাকা দিয়ে খালটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সাথে বার বার কথা বলে কোন লাভ হচ্ছে না। ফলে বৃষ্টির পানি সড়তে পারছে না। এ বিষয়ে বারংবার মাননীয় সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ময়লা-আবর্জনায় ও জায়গা দখল হয়ে যাওয়ায় খালগুলো ভরাট হয়ে পানি চলাচল করতে পারছে না। বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এখন আমনের চাষের মৌসুম। জমির বৃষ্টির পানি সরতে না পারায় বীজ তলা ও রোপনে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা না নিলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিস্কাশন খালগুলো সংস্কারের অভাবে বৃষ্টির পানি জমি থেকে নামছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে থাকা চাঁদপুর পাউবো'র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জলাবদ্ধতা দূর করতে দু'টি পাম্প হাউস কাজ করছে। বেশ কিছু নিষ্কাশন খাল বেদখলে থাকায় নিচু জমির পানি মূল খালে আনা যাচ্ছে না। জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়