শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৮:৫০

শাহরাস্তিতে লকডাউনে বেড়েছে মানুষের চলাফেরা : অধিকাংশ দোকানপাট খোলা!

মোঃ মঈনুল ইসলাম কাজল

সারাদেশে চলমান লকডাউনের ৫ম দিনে শাহরাস্তিতে রাস্তাঘাটে মানুষের চলাফেরা বৃদ্ধি পেয়েছে। বাজারগুলোতে ব্যবসায়িগণ দোকানপাট খোলা রাখতে দেখা গেছে। শাহরাস্তি উপজেলার প্রধান প্রধান বাজারগুলোতে অধিকাংশ দোকানপাট খোলা রেখে বেচাকেনা করতে দেখা যায়।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাটার আংশিক খোলা রেখে পাহারা দিতে দেখা যায়। উপজেলার মেহার কালিবাড়ী ও ঠাকুর বাজারে কাপড়ের দোকান, স্টেলের দোকান, ফার্ণিসারের দোকান, ইলেকট্রনিক দোকান, ফটোকপির দোকান খোলা থাকতে দেখা যায়।

এছাড়া শপিং মলগুলোর গেইট খোলা রেখে ভিতরে বেচাকেনা করতে দেখা যায়। সড়কগুলোতে বেড়েছে সিএনজি, অটোরিকশার আনাগুণা। ইট, বালুবহনকারী যানবাহনের সংখ্যাও বাড়ছে আগের তুলনায় অনেক বেশি। তবে সচেতন অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

করোনা মুকাবেলায় চলমান লকডাউন বাস্তবায়নে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়