মতলব উত্তরে লকডাউনের ৪র্থ দিনে ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় ৪৩ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ২০:২৮
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লকডাউনের ৪ দিনে পৃথক অভিযানে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও বিনা কারণে ঘুরাফেরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩৭ প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৫‘শত ৫০ টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
|আরো খবর
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রোববার উপজেলার গালিমখাঁ বাংলা বাজার, কালির বাজার, বেলতলী বাজার, কালীপুর বাজার জীবগাঁও, গজরা বাজার, নতুন বাজার, গজরা বাজার, রাঢীকান্দি, নবুরকান্দি, নাউরী বাজার, ইসলামিয়া মার্কেট (নতুন বাজার), আমিরাবাদ বাজার, জনতা বাজার, মতলব সেতু’সহ বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামাল অভিযান অংশ নেন।
বৃহস্পতিবার লকডাউনের ১ম দিনে ১০ জন পথচারীকে প্রায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা, ২য় দিন শুক্রবার বিধিনিষেধ না মানায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩০০ টাকা জরিমানা, শনিবার ৩য় দিনে ১৪ জন ব্যাক্তিকে ১৪ হাজার ৭শত ৫০ টাকা, রোববার ৪র্থ দিনে ৩ জন ব্যাক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা মহামারী থেকে রক্ষার জন্য সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা সর্বদা মাঠে আছি। কোভিড-১৯ প্রতিরোধে সবাই বিধিনিষেধ মানতে হবে। সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে। করোনা সংক্রমণের হার কমাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানেই থাকবে। এ সময়টাতে সবাইকে ঘরেই থাকতে হবে। বিনা কারণে কেউ ঘরের বাইরে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।