প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৬:৫৭
রায়পুরে শপথ বাক্য পাঠসহ নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন

'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে শপথ বাক্য পাঠ করাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
|আরো খবর
দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর রায়পুর উপজেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানশেষে সম্ভাবনাময় ৬ জন তরুণ উদ্যোক্তার মধ্যে উদ্যোগ উন্নয়ন অনুদানের ৬ লাখ ২০ হাজার টাকার চেক দেয়া হয়। ৩০ জনকে সনদপত্র ও ১০০টি ফল গাছের চারা বিতরণ করা হয় প্রশিক্ষণার্থীদের। এছাড়াও কানিজ ফাতেমা নামের এক নারী সফল আত্মকর্মীকে সম্মাননাপত্র ও ক্রেস্ট দেয়া হয়েছে।
আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও ইমরান খান, সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, জামায়াতের আমির নাজমুল হুদা, ইসলামী আন্দোলনের সভাপতি হেলাল আহমেদ সহ সরকারি, বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।