প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৫১
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেডআই সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি
বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তনের জন্যে বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে
জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি ২০২৫) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে নবীন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এরপর ভাইস-চ্যান্সেলরের হাত থেকে ফুল এবং উপহার গ্রহণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বিশ্ববিদ্যালয়।আজ সেখানে তোমাদের পথচলা শুরু হলো। আজ থেকে তোমাদের পরিচয় বিশ্ববিদ্যালয়ের পরিচয়। বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তনের জন্যে বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে। ইংরেজির সাথে সাথে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের পথচলা শুভ ও সফল হোক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মুহা. মোস্তাফিজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো. মাহমুদ আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন মো. শাহিদুর রহমান খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রক্টর মো. ইমামুনুর রহমান, ৭ বিভাগের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সভাপতি সনেট কুমার সাহার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. সাইফুজ্জামান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক রোকাইয়া আক্তার জেমি।