প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩
সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়
মতলব খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ : জেলা প্রশাসক
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, সেবার মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জনগণ যাতে কাঙ্খিত সেবা পায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
|আরো খবর
সভায় মতলব খেয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি সভায় উপস্থিত সকলের বক্তব্য ও সমস্যার কথা শুনেন। পর্যায়ক্রমে সমস্যা সমধানের আশ্বাস প্রদান করেন।
আজ সোমবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কায়সার হিমেল, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মোস্তফা মিয়া, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান প্রমুখ।
জেলা প্রশাসক এর আগে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, মতলব দক্ষিণ থানা, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।