শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:২৭

শ্রীনগর চকবাজারের ফুটপাতে শীতের পোশাক বিক্রির জমজমাট

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
শ্রীনগর চকবাজারের ফুটপাতে  শীতের পোশাক বিক্রির জমজমাট

শ্রীনগর চকবাজার ফুটপাতে শীতের পোশাক বিক্রি জমজমাট। সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শৈত প্রবাহ ও শীত বাড়ায় শীত হতে রক্ষা পেতে সকল শ্রেণীর মানুষ শীতকালীন পোশাক ব্যবহার করছেন। যাদের শীতকালীন পোশাক নেই। তারা ছুটছেন বিভিন্ন মার্কেটে সুপারমলে শীতকালীন পোশাক ক্রয় করতে হতদরিদ্ররাও পিছিয়ে নেই। তারাও ছুটছেন শীতকালীন পোশাক ক্রয় করতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর শ্রীনগর উপজেলার চকবাজারের ব্রিজের ফুটপাতে জমে উঠেছে জমজমাট শীতকালীন পোশাকের দোকান। এ দোকান গুলোত স্বল্প দামেপাওয়া যাচ্ছে সকল বয়সের ক্রেতাদের শীতকালীন পোশাক। পোশাক বিক্রেতাশাহীন এ প্রতিনিধি কে জানেন শীত বাড়ার কারণে তার দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে বিক্রিওবিক্রিও বেশভালো তার দোকানে কম্বল সহ ছোট বড় সকল প্রকার পোশাক রয়েছে দাম ও ক্রেতাদের নিয়ন্ত্রণে। ক্রেতা মাহিমা জানন,শপিং মলের চেয়ে ফুটপাতে সস্তা দামে ভালো মানের পোশাক পাওয়া যায় তাই তিনি শীতের পোশাক ক্রয় করতে এই ফুটপাতের দোকানে এসেছেন এবং ঘুরে ঘুরে দেখছেন তিনি তার পছন্দের পোশাকটি পেলেই ক্রয় করবেন।

শারমিন জানান, ৩০০ টাকায় ছেলের জন্য একটি শীতকালীন পোশাক কিনলেন। চকবাজারের ফুটপাতের দোকানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশি বলে জানালেনবিক্রেতা মইনুদ্দিনএবং এসব ক্রেতা প্রচুর পরিমাণ শীতের পোশাক ক্রয় করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়