প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ১৯:১৭
শ্রীনগর ভাগ্যকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা
শ্রীনগর ভাগ্যকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচটি দোকানে ক্ষয় ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা । ২ এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে সকাল সাড়ে নয়টায় শিবুনাথ ভাণ্ডার মুদি হতেএ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, শিবুনাথ সাহা ভাণ্ডার পাইকারী মুদি দোকান হতে অগ্নিকাণ্ড শুরু হয়ে তা খালেক তালুকদার তেলের দোকান, আয়নাল এন্টারপ্রাইজের গোডাউন, ২টা মুদির দোকানসহ পাঁচটি দোকানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে ।
|আরো খবর
সিরাজ এন্টার প্রাইজের কাঁচামালসহ দোকানটি আগুনে সম্পূর্ণ ভস্মিভূত ও আয়নালের গোডাউন আংশিক পুড়ে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে তাদের কর্মী বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছোটে আসেন, ফায়ার সার্ভিসসহ উপস্থিত সকলের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তালুকদার এন্টার প্রাইজের মালিক আঃ খালেক তালুকদার জনান,ডিজেল মবিলের ড্যাম ও মাটির পাতিলসহ প্রায় ১ লক্ষ ৫০হাজার, শিবু সাহার দোকানে থাকা ক্যাশ ১ লক্ষ ৩০ হাজারসহ প্রায় ৪ লক্ষ টাকা, আয়নাল শেখ গোডাউন সহ প্রায় ২৫ লক্ষ টাকা। সিরাজ শেখের ২ লক্ষ ৫০ হাজার টাকা অন্যান্য মোদির সামগ্রী সহ তার সর্বমোট ২০লক্ষ টাকার মলামল ভস্মিভূত হয়। দোকান মালিকরা দাবী করেন, অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকতা মোঃ সেলিম রোজা বলেন,ঘটনা স্থলে র্যাব -১০ শ্রীনগর থানা পুলিশ, আনসার, সাংবাদিক,স্থানীয়রা সহ আমরা এসে আগুন ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে। ভাগ্যকুল বাজারে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছোটে আসেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদহোসেন পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মসিউর রহমান মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান, রেহেনা বেগম,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত সহ সকল জনপ্রতিনিধিরা। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদানের ঘোষণা দেন উপজেলা নিবার্হী অফিসার।