শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ২৩:০৫

মতলব উত্তরে লকডাউন না মানায় ৩ হাজার ৮ শত টাকা জরিমানা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে লকডাউন না মানায়  ৩ হাজার ৮ শত টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ মামলায় ৩ হাজার ৮’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাB আদালত। লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমাB আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়, শুত্রবার উপজেলার ছেংগারচর বাজার, ইমামপুর,ষাটনল, শিকিরচরসহ বিভিন্ন স্থানে মাঝে লকডাউন বাস্তবায়নে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান । এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৩ হাজার ৮’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মতল উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালসহ সেনাবাহিনী ও পুলিশের টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা মোকাবেলায় সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা বিস্তার রোধ করা যাবে না। সবাইকে ঘরে থাকুন। বিনা কারণে ঘরের বাইওে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে না চললে আটক,জেল ও জরিমানা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়