শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ১১:৫৪

শ্রীনগরে যাত্রী ভোগান্তি নিরসনে প্রশাসনের আলোচনা সভা

শ্রীনগরে যাত্রী ভোগান্তি নিরসনে প্রশাসনের আলোচনা সভা
মুন্সীগঞ্জ হতে আবদুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রী ভোগান্তি নিরসন কল্পে বাস্তবায়ন কমিটি নিয়ে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী'র সভাপতিত্বে এসময় শ্রীনগরে যাত্রী ভোগান্তি নিরসন কল্পে বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সদস্য সচিব ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্ধোধন হওয়ার পর ২৬ জুন ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মুন্সীগঞ্জের তিনটি উপজেলা লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখানের যাত্রীদেরকে উঠা ও নামা বন্ধ করে দিয়েছে পরিবহন বাসগুলো। পূর্বের ন্যায় ঢাকা থেকে মাওয়া ও মাওয়া থেকে ঢাকায় এই তিন উপজেলার বাসিন্দারা অনায়াসে যাতে যাতায়াত করতে পারে সেই বিষয়ে বিভিন্ন দাবী তুলেন ধরেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, চিকিৎসক ডাঃ রাশেদুল ইসলাম, সিনিঃ মৎস্য কর্মকর্তা সমীর বসাক, পিআইও আশেকুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কল্যান সমিতির সভাপতি মোঃ মোশারফহোসেন, সাঃ সম্পাদক জিএম লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা আক্তার মিহা, হাসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান নাজির হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়