সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২১:৪১

চাঁদপুরে কঠোরতম বিধিনিষেধেও সড়কে মানুষ : ১৩০ জনকে জরিমানা

মিজানুর রহমান

চাঁদপুরে কঠোর বিধি নিষেধ চলাকালীন বিনা কারণে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে মাঠে রয়েছে জেলা প্রশাসনের মোবাইল টীম, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

আজ চলমান বিধি নিষেধের দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা শহর ও উপজেলাগুলোতে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আজ এই ভ্রাম্যমাণ আদালত চাঁদপুরে ১৩০টি মামলায় সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা করে।

নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার জানান, বিধি নিষেধ কার্যকর করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত টহল ও পুলিশের চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। সেনাবাহিনী ও বিজিবি টহল অভিযানের সময় প্রশাসনকে সহযোগিতা করে।

তিনি বলেন, আজ ২৪ জুলাই শনিবার বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধি নিষেধ ভঙ্গ করায় ১৩০ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া গত শুক্রবার লকডাউনের প্রথম দিন ৭২ জনকে ৪১ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, আজ চাঁদপুর সদর হাসপাতালেই দুপুর হতে ৮ ঘন্টায় ৫ জনের করোনায় মৃত্যু ঘটে। তারপরও মানুষের মধ্যে সচেতনতা নেই। দোকানপাট খোলা রাখছেন, অলিতে গলিতে মানুষের জটলা। কঠোরতম বিধিনিষেধেও সড়কে মানুষ বিচরণ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়