শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২১:৪১

চাঁদপুরে কঠোরতম বিধিনিষেধেও সড়কে মানুষ : ১৩০ জনকে জরিমানা

মিজানুর রহমান

চাঁদপুরে কঠোর বিধি নিষেধ চলাকালীন বিনা কারণে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে মাঠে রয়েছে জেলা প্রশাসনের মোবাইল টীম, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

আজ চলমান বিধি নিষেধের দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা শহর ও উপজেলাগুলোতে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আজ এই ভ্রাম্যমাণ আদালত চাঁদপুরে ১৩০টি মামলায় সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা করে।

নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার জানান, বিধি নিষেধ কার্যকর করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত টহল ও পুলিশের চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। সেনাবাহিনী ও বিজিবি টহল অভিযানের সময় প্রশাসনকে সহযোগিতা করে।

তিনি বলেন, আজ ২৪ জুলাই শনিবার বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধি নিষেধ ভঙ্গ করায় ১৩০ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া গত শুক্রবার লকডাউনের প্রথম দিন ৭২ জনকে ৪১ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, আজ চাঁদপুর সদর হাসপাতালেই দুপুর হতে ৮ ঘন্টায় ৫ জনের করোনায় মৃত্যু ঘটে। তারপরও মানুষের মধ্যে সচেতনতা নেই। দোকানপাট খোলা রাখছেন, অলিতে গলিতে মানুষের জটলা। কঠোরতম বিধিনিষেধেও সড়কে মানুষ বিচরণ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়