শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১০:১৬

বীরতারায় মোহাম্মদ (সাঃ) কে নি‌য়ে কটু‌ক্তির প্রতিবা‌দে মানববন্ধন ও বি‌ক্ষোভ সমা‌বেশ

আব্দুল মান্নান সিদ্দিকী
বীরতারায় মোহাম্মদ (সাঃ) কে নি‌য়ে কটু‌ক্তির প্রতিবা‌দে মানববন্ধন ও বি‌ক্ষোভ সমা‌বেশ

শ্রীনগ‌রের বীরতারা ইউ‌পির ম‌জিদ পুর দয়াহাটা বাস স্টান্ড বাজা‌রে তৌহিদী জনতার উ‌দ্দ্যো‌গে মানবন্ধন ও বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১২ জুন র‌বি বার বাদ আছর ম‌জিদ পুর দয়াহাটা স্ট‌া‌ন্ডে এ মানবন্ধন অনু‌ষ্ঠিত হয়। মহানবীর অপমা‌নে য‌দি না কা‌দে তর মন, মুস‌লিম নয় মোনা‌ফেক তুই রাসু‌লের দুশমন" স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে উ‌ঠে মানবন্ধন এলাকা। এ সময় অসংখ‌্য আ‌লেম-ওলামাসহ প্রায় ৫ শত‌কের উ‌র্ধ্বে বি‌ভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও ,বৃদ্ধ ও শিশুরা অংশ গ্রহন ক‌রেন। উপ‌স্হিত তৌহিদী জনতা হা‌তে অসংখ‌্য প্লে কার্ড নি‌য়ে দা‌ড়ি‌য়ে ছি‌লেন, যেখা‌নে মুস‌লিম উম্মাহর ঐক‌্যবদ্ধ শ‌ক্তি ও ভার‌তের ব‌হিস্কৃত নেত্রী নুপুর শর্মা ও না‌ভিন জিন্দা‌নের ফা‌সি দা‌বি জানান। ম‌জিদপুর দয়াহ‌াটা জান্নাতুল ফেরদাউস জা‌মে মস‌জি‌দের খ‌তিব ও ইমাম হা‌ফেজ মাওলানা তোফাজ্জ্বল হক এর সভাপ‌তি‌ত্বে, ছয়গাও জা‌মে মস‌জি‌দের ইমাম মাওলানা ইয়া‌সিন ফ‌রি‌দি ও মুফ‌তি আ‌নিছুর রহমা‌নের উপস্হাপনায় অনা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রাখেন, মাওলানা ইব্রাহীম খ‌লিল, মাওলানা আ‌নোয়ার হো‌সেন, মুফ‌তি দ্বীন মোহাম্মদ, মুফ‌তি ম‌নির হোসাইন, মাওলানা ইউনুস কা‌সেমী প্রমুখ। এ সময় আরও উপ‌স্হিত ছি‌লেন, বীরতারা ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি স্বাধীন মোল্লা, ম‌জিদ পুর দয়াহাটা বাস স্টান্ড বাজার ক‌মি‌টির সভাপ‌তি মোঃ জ‌হিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জু‌য়েল শেখ। এছাড়াও আলহাজ্জ্ব সোহরাব শেখ, গুল মোহাম্মদ, মোঃ ইমরান খান,পলাশ, এ‌প্রিল, মোঃ রমযান ব‌্যক্তিবর্গ। বক্তারা মানব বন্ধ‌নে মহনবীর (সাঃ) অবমাননাকারী ভার‌তের ক্ষমতাসীন পা‌র্টি বি‌জে‌পি নেত্রী নুপুর শর্মা ও মি‌ডিয়া টি‌মের সদস‌্য নাভিন জিন্দা‌নের ফা‌সি দা‌বি ক‌রেন। সকল মুস‌লিম উম্মাসহ দেশ ও নবী প্রেমে উদ্ভূদ্ধ হ‌য়ে ভারতীয় সকল পণ‌্য বর্জনের আহবান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়