প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৮:৩৬
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত
![ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত](/assets/news_photos/2022/06/07/image-18964-1654606257bdjournal.jpg)
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। ৭ জুন মঙ্গলবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরিঘাট নির্মাণাধীন সিএনজি পাম্প এর সামনে ঘটে এ দুর্ঘটনা। জানাযায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার লোহার রেলিং এর সাথে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় ও সেনাবাহিনীর সহযোগিতায় গুরুতর আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গুরুতর আহতরা হলেন মোহাম্মদ সাদেক, আরিফ হোসেন ও তমিজউদ্দিন। তাদেরমধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রীনগর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, দুই জনের অবস্থাই আশঙ্কাজনক তাদেরকে ঢাকায় পেরন করা হয়েছে।