শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মে ২০২২, ২৩:০৩

টাকা চুরি করে ফরিদগঞ্জে কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে গ্রেফতার

এমকে মানিক পাঠান
টাকা চুরি করে ফরিদগঞ্জে কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে গ্রেফতার

ঢাকার পল্টন এলাকার একটি বেকারী থেকে চুরি করা ১৮ লাখ টাকা নিয়ে ঘরে নিজের বউ রেখে কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই বেকারী কর্মচারী শেখ মো: বেলাল (৪৫)। তাকে গ্রেফতার করা হয়েছে সোমবার সন্ধায় চাঁদপুরের ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকা থেকে।

পুলিশ জানায়. নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি এলাকার মৃত শেখ মো: ওয়াকিলের ছেলে শেখ বেলাল ঢাকার একটি বেকারীতে কর্মচারী হিসেবে চাকুরী করতেন। গত ২ মে সবার অগোচরে বেলাল উক্ত বেকারীর ক্যাশ থেকে মোট ১৮ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। বহু খোজখুজি করে তাকে না পেয়ে বেকারীর মালিক নাজমুল হুদা বাদী হয়ে পল্টন থানায় বেলালের বিরুদ্ধে টাকা চুরির একটি মামলা দায়ের করেন।

এই মামলা দায়েরের পর থেকে শেখ বেলাল ওই টাকা নিয়ে গতকাল সোমবার তার এক কথিত প্রেমিকার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায় দেখা করতে আসে। পুলিশ তার বিশেষ প্রযুক্তি ব্যবহার করে শেখ বেলালের অবস্থান নিশ্চিত হয়ে গতকাল সন্ধায় তাকে টাকাসহ গ্রেফতার করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে।

পুলিশের হাতে গ্রেফতারের পর বেলাল উক্ত টাকা বেকারী থেকে চুরি কথা স্বীকার করে বলেন, ১৮ লাখ টাকার মধ্যে গত এক সপ্তাহে মোট ৬৫ হাজার টাকা খরচ করেছে।

এ নিয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন জানায়, শেখ বেলাল ঢাকার একটি বেকারী থেকে ১৮ লাখ টাকা চুরি করে ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকায় তার কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে তাকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়