প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ০৩:৪৭
পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে মোঃ এমরান হোসেনের শুভেচ্ছা
![পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে মোঃ এমরান হোসেনের শুভেচ্ছা](/assets/news_photos/2022/04/27/image-17092-1651009779bdjournal.jpg)
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশী। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই একটি মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে খুশী ও শান্তির বার্তা নিয়ে আগমন ঘটায় ঈদুল ফিতর। আর এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২নং বালিথুবা ইউনিয়ন ও ফরিদগঞ্জ উপজেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ২নং বালিথুবা ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ২নং বালিথুবা ইউনিয়ন যুব দলের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী, দেইচর ওয়াড থেকে নবনির্বাচিত মেম্বার মোঃ এমরান হোসেন।
|আরো খবর
তিনি এক বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, দানবির আলহাজ্ব এমএ হান্নান সাহেবের পক্ষ হতে উপজেলাসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ''ঈদ মোবারক''।
তিনি আরো বলেন, মুসলিমদের সর্ব বৃহৎ উৎসব হচ্ছে ঈদ, প্রতি বছর রমজানে মাসব্যাপী রোজা রাখার পর আমাদের মাঝে আনন্দ আর অনাবিল খুশীর বার্তা নিয়ে চলে আসে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক ফরিদগঞ্জ উপজেলাসহ সারা দেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে। ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে মুসলিমদের মাঝে হিংসা-বিদ্বেষ, অন্যায়-অবিচারসহ সবকিছু মুছে গিয়ে তৈরি হোক ভ্রাতৃত্ববোধ, মানবতা ও সহানুভূতি।
তিনি আরও বলে যানজট ও দুর্ঘটনা কবলিত এলাকায় সতর্কতা অবলম্বন করে নিজ নিজ জায়গা থেকে পবিত্র ঈদুল ফিতরের উৎসবকে উপভোগ করার জন্য আহবান রইলো।