বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৫:৪৭

পুরাণবাজারে চাঁদপুর চেম্বার অব কমার্সের মাস্ক বিতরণ

করোনাকালীন সময় সকলে মাস্ক ব্যবহার করুন : আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

অনলাইন ডেস্ক
করোনাকালীন সময় সকলে মাস্ক ব্যবহার করুন : আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে ১৭ জুলাই শনিবার পুরাণবাজারে ব্যবসায়ী, পথচারীসহ শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। চাঁদপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম এ সময় ছোট-বড় সকল শ্রেনী পেশার মানুষকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান করোনাকালীন সময় মাস্কের বিকল্প নেই। সরকার করোনা প্রতিরোধে যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন। সরকারের এসকল কার্যক্রমে আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। তিনি করোনার ভয়াবহতার কথা তুলে ধরে বলেন, বৈশ্বিক করোনা থেকে মুক্তি পেতে হলে, আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। কে কি করেছে তা না ভেবে, আমি কতটুকু সচেতন রয়েছি তা চিন্তা করতে হবে। তিনি করোনাকালীন সময় সাধ্যানুযায়ী দুঃস্থ্য অসহায় পরিবারদেরকে সাহায্য করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

মাস্ক বিতরনকালীন সময় চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চেম্বার পরিচালক গোপাল সাহাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর চেম্বারের উদ্যোগে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া সাধারন মানুষের মাঝে বিতরনের লক্ষ্য চাঁদপুর চেম্বার অব কমার্স জেলা প্রশাসক বরাবর ৫ হাজার, পুলিশ সুপার বরাবর ৫ হাজার, জেলা আওয়ামী লীগকে আড়াই হাজার, চাঁদপুর পৌরসভাকে ৫ হাজার, চাঁদপুর প্রেসক্লাবকে আড়াই হাজার মাস্ক প্রদান করেন। এছাড়া পুরানবাজার শ্রমিক এসোসিয়েশনসহ সাধারনমানুষের মাঝে ৫ হাজার মাস্কসহ মোট ২৫ হাজার মাস্ক বিতরন করেন। স্বাস্থ্য সচেতনতা চাঁদপুর চেম্বার অব কমার্সের এধরনের সেবা মূলক কার্যক্রমে সাধারন মানুষ সন্তোষ্টি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়