শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ১৯:১৮

৩ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের দায়ে আটক

৩ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের দায়ে আটক
অনলাইন ডেস্ক

ভারতে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ মার্চ) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা গ্রাম পানিহাতা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বানাই চিরিঙ্গিপাড়া এলাকা দিয়ে ভারতের চেরেংপাড়া এলাকায় অনুপ্রবেশের ওই ঘটনা ঘটে।

আটকরা হলেন- নালিতাবাড়ীর সীমান্তবর্তী মায়াঘাসি গ্রামের হযরত আলীর ছেলে রুবেল (২৮), পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বোরহান (২৭) ও বানাই চিরিঙ্গিপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল (২৮)।

সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী এবং হালুয়াঘাট উপজেলার পানিহাতা ফেকামারী ও বানাই চিরিঙ্গিপাড়া গ্রামের মাঝ বরাবর এলাকা দিয়ে রাতের আধারে ভারতীয় গরু চোরাই পথে আমদানি করে আসছিল একটি চক্র।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাতে চক্রটি পুনরায় চোরাই পথে ভারতীয় কয়েকটি গরু বাংলাদেশে নিয়ে আসে। এ সময় ৬টি গরু ভটভটি যোগে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরের রাস্তা দিয়ে পাচারের সময় স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ কয়েকজনকে আটক করে।

পরে শুক্রবার (১১ মার্চ) ভোররাতে ভারতীয় গরুর আরও একটি চালান আনতে যায় নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি গ্রামের রুবেল, জামগড়া গ্রামের বোরহান ও চিরিঙ্গিপাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল। সে সময় তারা ভারতের চেরেং পাড়া গ্রামে অনুপ্রবেশ করে। এ ঘটনা দেখে ভারতীয় কৃষকেরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে খবর দেয়। পরে টহলরত বিএসএফ তাদের আটক করে ও পরবর্তীতে স্থানীয় থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, ভারতীয় গরুসহ আটক দুই চোরাকারবারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে থাকা আরও ৪-৫ জন পালিয়ে গেছে।

তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়