শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ১২:০২

হাজীগঞ্জে আগুনে পুড়ে মরলো প্রতিবন্ধী তরুণী

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে আগুনে পুড়ে মরলো প্রতিবন্ধী  তরুণী

৭ মার্চ সোমবার সকালে নিজ রান্না ঘরে আগুনে পুড়ে মরলো প্রতিবন্ধী মেরিনা কাজী নামের এক তরুণী। তিন বোনের মধ্যে বড় দুই বোন প্রতিবন্ধী আর মেরিনা সবার বড়। সে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের পশ্চিম রাধাসার গ্রামের কাজি বাড়ির মৃত ইউসুফ কাজীর মেয়ে। ৭ মার্চ সোমবার চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা যায় মেরিনা। রাতেই মেয়েটিকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী বাড়ির হাবিব কাজী চাঁদপুর কণ্ঠকে জানান, সকাল বেলা মেরিনাদের রান্না ঘরে আগুন লেগেছে দেখে আমরা সবাই আগুন নেভাতে শুরু করি। ঘরের আগুন অর্ধেক নেভানোর পর দেখি ঘরের ভেতরেই মেরিনার গায়ে আগুন জ্বলছে। তারপরেই সবাই মিলে আগে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মেয়েটি। হাবিব কাজী আরো জানান, পরে শুনলাম মেয়েটি একা একা রুটি বানাতে গিয়ে তার গায়ে আগুন ধরে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন জানান, আগুনে পুড়ে মেরিনা কাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনবোনের মধ্য এই মেয়েটিসহ অপর আরেক বোন প্রতিবন্ধী। আমরা দুই বোনকে প্রতিবন্ধী ভাতা দিয়েছি। তাদের বাবা মারা গেছে অনেক আগে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ জানান,এ বিষয়ে ঐ বাড়িতে লোক পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়