শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ১২:৫২

সাংবাদিক ইকবালের বাবার মৃত্যুতে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক

সাংবাদিক ইকবালের বাবার মৃত্যুতে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক
রাকিব হাসান রাফি, শ্লোভানিয়া থেকে

রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লা ইকবালের বাবা বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব এম শামসুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা।

গত রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিন বাদ আসর রাজশাহী মহানগরীর বালিয়াপুকুরে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর টিকাপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার মৃত্যুতে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ এক বিবৃতিতে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল্লা ইকবালের পিতার আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন। বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

জানা গেছে,আব্দুল্লা ইকবালের পিতা আলহাজ্ব এম শামসুল বারী স্ট্রোক করে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাছাড়াও তার লিভারের সমস্যা ছিল। তিনি কর্মজীবনে রুপালী ব্যাংকের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ

সদস্য ফজলে হোসেন বাদশা,লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদির। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিক ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র রিপোর্টার আব্দুল্লা ইকবালের বাবার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত বুধবার বাদ আসর রাজশাহীর সাহেব বাজার বড় মসজিদে এ মাহফিলের আয়োজন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

উল্লখ্যে,আব্দুল্লা ইকবাল রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র সাংবাদিক। এর আগে দৈনিক যুগান্তর, দ্য ডেইলি স্টার, আজকের কাগজ, দৈনিক আমাদের সময়, যমুনা টেলিভিশন ও ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সিসহ দেশি ও আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমে তিনি কাজ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়