বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ২০:২১

শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মানবিকতা শেখায় : পৌর মেয়র

হাছান খান মিসু
শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মানবিকতা শেখায় : পৌর মেয়র

শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ একটি ব্যতিক্রমী আয়োজন। আমরা সচরাচর অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে বা ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করে থাকি। কিন্তু এটি একটি ভিন্নধর্মী আয়োজন। শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন। কথাগুলো বলেছেন চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। তিনি ১ জানুয়ারি শনিবার বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মানবিকতা শেখায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এই মানসিকতা প্রতিষ্ঠান থেকেই আসে। আমি আহবান করব এই আয়োজনটি নিয়মিত আয়োজন হিসেবে গন্য হোক। আমি চাইবো অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই উদ্যোগটি গ্রহণ করুক। এতে করে অসহায় শীতার্থ মানুষ গুলো নিজেকে রক্ষা করতে পারবে। এজন্য আমাদের পৌরসভা থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন মিজি, ডেফোডিল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান, ডেফোডিল গ্রুপের কো-অর্ডিনেটর মোঃ রুবেল খান। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, প্রতিষ্ঠানের হিসাব রক্ষক মোঃ মোশারফ হোসেন সুজন সহ প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়