বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ১৯:০৯

আগামীকাল শাহরাস্তির ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল শাহরাস্তির ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন
মোঃ মঈনুল ইসলাম কাজল

আগামীকাল ২৬ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কয়েকদিনের প্রচারণা শেষে ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে শাহরাস্তি উপজেলার জনগণ।

নির্বাচনে জনগণের মাঝে উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করলেও ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী। ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০ জনসহ ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ ইউপির মধ্যে ২ টিতে নৌকার সাথে বিদ্রোহী প্রার্থী ও ৮টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আইন শৃংখলার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে নিরপেক্ষ নির্বাচনে কোন প্রকার দ্বিধা বিহীন ভোটে জনগণকে অংশ নিতে জনসংযোগ ও মহড়া দেয়া হয়েছে। ভোটারদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর গ্রামের ভোটার মোঃ সেলিম মিয়া জানান, জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের সতস্ফূর্ত রায়ে যিনি নির্বাচিত হবেন মানুষ তা হাসিমুখে মেনে নিবেন। আমরা হানাহানি মুক্ত ভোটকেন্দ্র চাই। ১০ টি ইউনিয়ন দেখা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ মোশাররফ হোসেনের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটনের (আনারস) সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

রায়শ্রী রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ আঃ রাজ্জাকের সাথে যুবদল নেতা মোঃ মাহবুব আলম (৪) বর্তমান চেয়ারম্যান মোঃ আবু হানিফ (ঘোড়া) ও মোঃ আবুল বাসারের চতুর্মুখি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেহের উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ মনির হোসেনের সাথে বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম (আনারস) ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলামের ( চশমা) ত্রিমুখী লড়াই হবে।

মেহের দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সাথে বিএনপি নেতা কাজী মোঃ জাহাঙ্গীর আলমের (আনারস) দ্বিমুখী লড়াই হবে।

সূচীপাড়া উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নৌকার প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদারের সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবীবুর রহমান পাটোয়ারীর (আনারস) প্রতিদ্বন্দ্বিতা হবে।

সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মাহতাবউদ্দিন হেলালের সাথে বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ রশিদের (আনারস) প্রতিদ্বন্দ্বিতা হবে।

চিতোষী পশ্চিম ইউনিয়নে নৌকার প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের সাথে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুরের (আনারস) সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে।

চিতোষী পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আবু ইউসুফের সাথে বিএনপি নেতা মোঃ আলম বেলালের (আনারস)প্রতিদ্বন্দ্বিতা হবে। টামটা উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ আলমগীর কবির পলাশের সাথে বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ ওমর ফারুক দর্জির (আনারস) প্রতিদ্বন্দ্বিতা হবে। টামটা দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ সফিকুর রহমানের সাথে বর্তমান চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম মানিকের (চশমা) ও জামাল হোসেনের ( আনারস) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পুলিশ সর্বাত্মক কাজ করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেম জানান, ১০ টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৯৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৩৯৬ জন সাধারন সদস্য পদপ্রার্থী এতে অংশ নিচ্ছেন। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়