রবিবার, ১০ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:১৭

জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

হাছান খান মিসু
জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও  কল্যাণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম এর উপস্থাপনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব ও সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)। প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷ পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মোঃ সোহেল মাহমুদ পিপিএম নেতেৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

কল্যান সভায় পিআরএল গমণকারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার। এ সময় গত সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যগনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়