প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ১৭:৪৬
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুন ম্যুরালে ও কেন্দ্রীয় শহীদ মিনাররস্থ শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন কমিটি ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি, সহকারি কমিশনার (ভুমি) সাদেকুন্নাহার, মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার সহিদ উল্যা তপাদার, ডেপুটি কমা-ার সরোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মো: কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক শেখ মো: শাহআলম প্রমুখ।
দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে র্যালী বের হয়।
পরে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজলো মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার সহিদ উল্যা তপাদার, ডেপুটি কমা-ার সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক শেখ মো: শাহআলম, সেক্টর কমান্ডার ফোরামের সম্পাদক আহসান হাবিব নেভী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিন তথা ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধের প্রচন্ড প্রতিরোধের মুখে পাকিস্তান বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রচ- প্রতিরোধে মুখে তারা সর্ব শেষ এই দিন উপজেলা ভাটিয়ালপুর চৌরাস্তায় নামক স্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকি বাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এই সময় পাক বাহিনীর গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ মৃত্যবরণ করে।