প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০১:২৬
নিষেধাজ্ঞা শেষে ঘাটে ইলিশ ও নদীর পাংগাশের সমারোহ
মা ইলিশ সংরক্ষন অভিযান শেষে জেলেরা এখন মাছ ধরার ব্যস্ত সময় পার করছে।তবে
|আরো খবর
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথমদিন পদ্মা মেঘনা নদীতে
মাছ শিকারে নেমে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছেন জেলেরা। সাথে নদীর পাঙ্গাসও বেশ ধরা পড়েছে।
২৬ অক্টোবর মঙ্গলবার একদিনে রাজরাজেশ্বর ইউনিয়নের জেলেরা প্রায় ৪০ থেকে ৫০ মণ পাঙ্গাস পেয়েছে বলে চাঁদপুর মাছ ঘাটেরর আড়তদার আলী আকবর বেপারী এ তথ্য জানিয়েছেন।
এক একটি পাংগাশের ওজন হবে ৫ থেকে ১০/১২ কেজির।
সবচেয়ে বেশি পাংগাস বিক্রি হয়েছে চেয়ারম্যান ও বন্দুকশীর আড়তে।
ইলিশের পাশাপাশি এদিন পাংগাসের বেশ আমদানি লক্ষ্য করা গেছে আড়ত গুলোতে।
একসাথে প্রচুর পাংগাস আসায় পাইকারি কেজি প্রতি দাম পরেছে ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা।
বড় সাইজের প্রতিমণ ইলিশেরর দর গেছে ২৮ থেকে ৪০ হাজার টাকা।
জেলেরা জানায়, অভিযানের পর এক দুইদিন কিছু মাছের দেখা মিলবে।এর পর মাছ থাকবে না।
মৎস্য আড়তদার মিজান শেখ জানান, অভিযান থাকায় জেলেরা এবার ইলিশের মত পাংগাস মাছও ভালোই পেয়েছে। গাংগাসের পোনাগুলো যদি রক্ষা পেতে নদীতে আরো প্রচুর পাংগাস পাওয়া যেত।
সরজমিনে মাছঘাটে গিয়ে দেখা যায়
একদিনে আড়ত গুলোতে ইলিশ মাছে সয়লাব। দামও ছিল হাতের নাগালে।
এর আগে ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। ওই নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে জেলেরা নদীতে আবারও মাছ ধরা শুরু করেন।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামতে পারায় চাঁদপুরের জেলেপল্লীতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতেও।