শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ২১:০৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিশুরা পেলো নতুন পোশাক

তারুণ্যের অগ্রদূত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী : অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ

অনলাইন ডেস্ক
তারুণ্যের অগ্রদূত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী : অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে সামনে রেখে তারুণ্যের অগ্রদূত স্কুলের ৩০ জন শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। ১০ অক্টোবর রোববার চাঁদপুর রোটারী ভবনে তারুণ্যের অগ্রদূত কর্তৃক আয়োজিত এই উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা অধ্যাপক অসিত বরণ দাশ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারুণ্যের অগ্রদূত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সংগঠনটি প্রথম থেকেই চাঁদপুরের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে, আমি এ পথচলায় সবসময়ই পাশে আছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সময় টিভি, চাঁদপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক ফারুক আহম্মদ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) চাঁদপুর মোঃ বদরুল আলম, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী অনুকূল চন্দ্র পোদ্দার, চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মহসীন শরীফ এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান।

সংগঠনের সহ-সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমরান খান, সভাপতি নুরুল কাদের ও প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ।

এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রণয় মন্ডল, রাসেল মাহমুদ, রানা দাস, ফাতেমা খান, সুমাইয়া দিদার, বাসেদ, শরীফ হোসেন, সামান্তা মারিয়া, আজহারুল ইসলাম, প্রীতি মজুমদার, তাহমিনা রহমান বুনন, সাদিয়া আঁখি, রিপন, আদনান, ফয়সাল, মেহেদী।

উল্লেখ্য, পবিত্র ঈদুলস ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরই তারুণ্যের অগ্রদূত অসহায়দের মাঝে ঈদসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়