শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:২২

কচুয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লালু গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।।
কচুয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লালু গ্রেফতার

সরকার কর্তৃক কার্যক্রম-নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় গুলবাহার বাজার থেকে আওয়ামী লীগ নেতা ও কাদলা ইউনিয়ন পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান লালুকে গ্রেফতার করা হয়।

রফিকুল ইসলাম লালু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগোর সাধারণ সম্পাদক ছিলেন। ওসি বোরহানউদ্দিন জানান, বিতারা ইউনিয়নের বুধুণ্ডা এলাকায় ২৭ মে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে লালুকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়