প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৪
হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যকারীদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে জুলাই আন্দোলনের সম্মিলিত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠান করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন ঢাকা ইনকিলাব মঞ্চের আবু সালেহ ওবায়দুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলার আতিক হোসেন, মাহবুব রাব্বানী, জিহাদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও সাবেক ভিপি প্রার্থী জামাল উদ্দিন মো. খালেদ, মুফতি আনোয়ার হোসেন ও পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ উসমান হাদি ছিলেন ২০২৪ পরবর্তী বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা এবং দীর্ঘ মেয়াদী বুদ্ধিভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম মানুষ। কিন্তু আধিপত্যবাদীরা তাঁকে বেঁচে থাকতে দিলো না। তারা ভুলে গেছে, এদেশে এক হাদি চলে গেলেও লক্ষ লক্ষ হাদি আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে। হাদির স্বপ্নের বাস্তবায়ন আমরা করবোই। এদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে আমরা দেবো না। যারা ভারতের আধিপত্যবাদকে এখনো ছাড়েননি, তারা এসব ছেড়ে আমাদের সাথে আসুন। ২৪-এর গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন ও হাদির স্বপ্নকে বাস্তব রূপ দেই। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তারা আমাদের হাদিকে রক্ষা করতে কোনো পদক্ষেপ নেয়নি। খুনিরা কিভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে পালিয়ে গেলো তা প্রশ্নবোধক। সবশেষে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।








