সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা
শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল কমিটির তিন সদস্যের নাম ঘোষণা করেন। এ কমিটিতে রয়েছেন : প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান; সহকারী নির্বাচন কর্মকর্তা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল ও সদস্য মো. জসিম উদ্দিন। নাম ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।

প্রেসক্লাব সভাপতি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে নির্বাচন হওয়ার কথা উল্লেখ রয়েছে। জাতীয় নির্বাচন ও মাহে রমজানের বিষয়টি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. ফারুক আহমেদ চৌধুরী, ফয়েজ আহমেদ, সদস্য মো. জসিম উদ্দিন, হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আহসান হাবীব পাটোয়ারী, আবু মূসা আল শিহাব, মোসাদ্দেক হোসেন জুয়েল, রোমানা বিলকিস, রকি চন্দ্র সাহা, সহযোগী সদস্য ফিরোজ বেপারী, ছিদ্দিকুর রহমান নয়ন, মাহমুদুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়