রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রক্ত বিনিময় কর্মসূচি

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রক্ত বিনিময় কর্মসূচি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে আবদুর রব ফাউন্ডেশনের সম্পৃক্ততায় ও রক্তাধিকারের সহযোগিতায় শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও রক্ত বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজনের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সজীব। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহমুদা খানম। তিনি বলেন, আমরা আমাদের দিক থেকে সুসংগঠিতভাবে সামাজিক অসঙ্গতি দূর করে নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করবো। সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও অন্যান্য সকল শ্রেণীর লোকের সাথে হাতে হাত ধরে কাজ করে যাবো। এই শহর আমাদের, আমাদেরই এই শহর ও সমাজের দায়িত্বে অবিরত থাকতে হবে।

আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার ধর্ম সম্পাদক জাহেদুর রব জাহেদ রানা। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি। তিনি বলেন, বর্তমানে দেখা যায় যে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের প্রতি আমাদের অনেক কাজ করার মতো সুযোগ আছে। ভাবলে খুব খারাপ লাগে, বর্তমানে শোনা যায় যে মানবাধিকারের নাম করে ব্যক্তিস্বার্থে অনেকেই কাজ করে। অথচ তা নাগরিকের মানবাধিকার বাস্তবায়নের পরিবর্তে সাধারণ নাগরিকের কাছে ভয়ের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা শাহ আলম ও জাতীয় দলের সাবেক ফুটবলার ও চাঁদের হাটের সংগঠক মিজানুর রহমান স্বপন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি পিএম বিল্লাল, সাংস্কৃতিক সম্পাদক মামুন মুন্সি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, সহ-স্বাস্থ্য সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুয়েল হোসেন ফারাবী, মরিয়ম আক্তার নিপা, মো. আব্দুল রহিম, মো. শফিকুল ইসলাম, মো. আরিয়ান, জুলেখা আক্তার, লিজা আক্তার প্রমুখ।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজন শেষে জাহেদুর রব জাহেদ রানার হাতে গড়া সংগঠন আবদুর রব ফাউন্ডেশনের উদ্যোগে সেখানেই রক্ত বিনিময় কর্মসূচি পালন করেন। সহযোগিতায় ছিলেন ‘রক্তাধিকার’। সে আয়োজনের শুভ সূচনা করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহমুদা খানম। এছাড়া চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি ডালিয়া খানম ও সাবেক সভাপতি মিতু আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়