শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:১২

জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টা বরাবর ১০ম গ্রেডসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি
জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টা বরাবর ১০ম গ্রেডসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি

ছবি ক্যাপশন: উপদেষ্টা বরাবর ১০ম গ্রেডসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে চাঁদপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি তুলে দিচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেতৃবৃন্দ।

১০ম গ্রেড প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্মারকলিপিটি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

এ সময় সংগঠনের সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত পত্রে উল্লেখিত ৫ দফা দাবি ছিল— ১. ১০ম গ্রেডে উন্নীতকরণ, ২. সময়োপযোগী নিয়োগবিধি ও পদোন্নতি, ৩. শতভাগ বেতন-ভাতাদি প্রদান, ৪. অবসরপ্রাপ্তদের শতভাগ আনুতোষিক বা পারিবারিক পেনশন, ৫. স্থানীয় সরকার অধিদপ্তর গঠন

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক কর্মকর্তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়