সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

পূর্ব বড়ালী সপ্রাবির ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ফরিদগঞ্জ ব্যুরো।।
পূর্ব বড়ালী সপ্রাবির ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূর্ব বড়ালী সপ্রাবির ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

ফরিদগঞ্জ পৌর এলাকার ১৫০নং পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকালে বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ইব্রাহিম মিয়া ও মাহফুজ আলমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানিজিং কমিটির সহ-সভাপতি নূরে আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের আইসিটি সম্পাদক গাজী মমিন ও পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশ ও সমাজপ্রেমী ভালো মানুষ হয়ে গড়ে উঠার বিষয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তারা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পূর্ব বড়ালী ইব্রাহিমিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ইউসুফ আল মামুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়