সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২০:২৪

অর্ধ শতাব্দীর গৌরবযাত্রায় চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাব

অনলাইন ডেস্ক
অর্ধ শতাব্দীর গৌরবযাত্রায় চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাব

বন্ধুত্বের মাধ্যমে সেবা' এই মহান আদর্শকে সামনে রেখে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া বিধৌত চাঁদপুর শহরে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী যুব সংগঠন 'চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাব', যা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। সে ধারাবাহিকতায় ক্লাবটি এ বছর ৫০ বছরে পদার্পণ করলো। এ ক্লাবটি বাংলাদেশের দ্বিতীয় সনদপ্রাপ্ত ক্লাব। বাংলাদেশে দুটি রোটারী ডিস্ট্রিক্ট হবার পর নূতন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২-এর প্রথম সনদপ্রাপ্ত ক্লাব হয়ে যায় এটি। এ ক্লাবটির ৪৬তম সভাপতির দায়িত্ব পালন করতে পেরে আমি গর্ববোধ করি। এই ক্লাবটি চাঁদপুরে ৫০ বছর ধরে বৃক্ষ রোপণ, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান, সুরক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ ও উপবৃত্তি প্রদান করার মতো অসংখ্য ভালো কাজের অংশীদার। এ ক্লাবের সদস্য হওয়ার মাধ্যমে সকল সদস্য নিজেকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দেয়ার শিক্ষা গ্রহণ ও মানবিক মূল্যোবোধ বিকাশ করার ম্যাধ্যমে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই ক্লাবের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে সকল রোটার‍্যাক্টর, এক্স রোটার‍্যাক্টর ভাই ও বোনেরা রেজিস্ট্রেশন করে ও প্রোগ্রামে উপস্থিত থেকে নিজেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করিয়ে নিবেন বলে প্রত্যাশা করি।

--নিলয় দে,

সাবেক সভাপতি ও চেয়ারম্যান, ৫০ বছরপূর্তি উদযাপন রেজিস্ট্রেশন কমিটি,

চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়